সুন্দরগঞ্জে মাসিক সভায় তুরস্ক সিরিয়ায় নিহতের স্মরণে নিরবতা পালন ও দোয়া পরিচালনা

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় তুরস্ক সিরিয়ায় নিহতের স্মরণে নিরবতা পালন ও দোয়া পরিচালনা করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোহাম্মদ আল- মারুফের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। এতে বক্তব্য উপ রাখেন- পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে মতবিনিময় করা হয়। পরে স্মরণকালের ইতিহাসে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়। পাশাপাশি তাদের জন্য হাত তুলে দোয়া পরিচালনা করেন ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *