জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণ পরিবেশে কুমিল্লা জেলা কমিটির আয়োজনে কোটবাড়ী শালবনস্থ নীলকুঞ্জ রিসোর্টে বনভোজন ও আলোচনাসভা ,কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র এর মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধির সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আলমগীর গনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাহমুদ মোস্তফা ও কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কুমিল্লা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ওমর ফারুকী তাপস। কেন্দ্রীয় নেত্রী সাংবাদিক পাপিয়া সরকার।

মোঃ জয়নাল আবেদীন জয় এর সন্ঞ্চালয়নায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,আব্দুল আউয়াল সরকার, জুয়েল রানা মজুমদার, মোঃ রফিকুল ইসলাম,
কুমিল্লা কাগজের স্টাফ রিপোর্টার
সাংবাদিক মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু, সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন,
সাংবাদিক মোঃ কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল খায়ের আশিক, সাংবাদিক
মোঃ বাবর হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক সৌরভ মোঃ হারুন,
মোঃ শরিফুল ইসলাম সুমন, কাজী রাশেদুল ইসলাম,সাংবাদিক মোঃ শাহিন, গাজী জাহাঙ্গীর আলম জাবির,শাহনাজ হোসেন এ্যনী,নারায়ণ কুন্ড, শাহ সাহিদ উদ্দিন।

উপজেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুরাদনগর কমিটির সভাপতি এম কে আই জাবেদ, সাধারন সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি রায়হান চৌধুরী, চান্দিনা কমিটির সভাপতি এনটিভির প্রতিনিধি সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, লালমাই কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,দেবিদ্বার কমিটির সভাপতি সাংবাদিক ভিপি ময়নাল হোসেন, সাধারণসম্পাদক সাংবাদিক ফকরুল ইসলাম সাগর, চৌদ্দগ্রাম কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ ম, ২য় ও ৩ য় স্থান অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লার শিল্পী খুশি,জয়ন্তীপাল,ইমন,নাইম,কালাম ও সোহেল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *