September 16, 2025, 5:42 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় মা-দকের নে-শায় জীবন ঝুঁ-কিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুই দিন ধরে নি-খেঁাজ সুজানগর ইউএনও অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা লাগেশ্বরীতে জমিজমা বিরো-ধে মোজাম্মেল কে মা-রধর, হাসপাতালে মৃ-ত্যু সরকারি কর্মচারীদের পেশাদারত্বের সঙ্গে দা-য়িত্ব পালন করতে হবে- ডিসি মুফিদুল আলম রাঙ্গাবালীতে নৌ পুলিশের অ-ভিযান অ-বৈধ ট্রলিং বোটসহ আট-ক ৩ খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স পরি-দর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার মহেশপুরে বি-না নোটি-শে বিচার-কাজ ব-ন্ধ, বিচার প্রার্থীরা দি-শেহারা ধামইরহাটে জগদল আদিবাসি স্কুল ও কলেজে একাদশ শিক্ষার্থীদের নবীন ব-রণ ও ক্লাস উ-দ্বোধন রাজশাহী গোদাগাড়ীতে প্রা-ণিসম্পদ দপ্তর থেকে ৪০০ টি ছাগল ও উপকরণ পেলেন ২০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প-রিবার নড়াইল-যশোর মহাসড়কে বাঁ-শবোঝাই ট্রাকে বাসের ধা-ক্কা, প্রা-ণ গেল পুলিশের এসআইসহ তিন জনের
প্রতিমা ভাংচুরকারীরা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে- এমপি রমেশ চন্দ্র সেন

প্রতিমা ভাংচুরকারীরা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে- এমপি রমেশ চন্দ্র সেন

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুরের কথা তুলে ধরে বলেন,বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন,অসাম্প্রদায়িক বাংলাদেশে আর কোন সাম্প্রদায়িক অপশক্তি মাথা চারা দিতে পারবে না। তাই এমন বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।প্রতিমা ভাংচুর যারা করেছে তারা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে। তিনি ১২ ফেব্রুয়ারি রোববার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন,রমেশ চন্দ্র সেন বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে এগিয়ে চলেছে। বিএনপি-জামায়াতে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করেছিল।সেই দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪ মন্দিরের প্রতিমা ভাঙচুর করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে বিএনপি। বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিমা ভাঙ্চুর করিয়েছেন তারাই। কিন্তু দেশের উন্নয়নের ধারা এমন বিচ্ছিন্ন ঘটনায় ব্যহত হবেনা।প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক নেতা সুজিত রায় নন্দী বলেন, রাতের আঁধারে যারা বালিয়াডাঙ্গীর বিভিন্ন মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে তারা দেশ ও জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সমাজের শত্রু। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে কেউ মুসলিম, কেউ হিন্দু বা কেউ বৌদ্ধ ছিলো না।তখন আমরা সকলে ছিলাম বাঙালী। সেসময় আমাদের শ্লোগান ছিলো তুমি কে, আমি কে-বাঙালী, বাঙালী। তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। কিন্তু আজ আমাদের মাঝে বিভেদ তৈরী করার চেষ্টা করা হচ্ছে। একটি অপশক্তি দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশাবাদী প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এ অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় নিবে।
বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের আয়োজনে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন,প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,প্রধান বক্তা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল,আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া,এ্যাড.সফুরা বেগম রুমি,ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ:সাদেক কুরাইশী,ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন নেতৃবৃন্দ প্রমুখ।তারআগে প্রতিমা ভাংচুর মন্দির পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD