August 31, 2025, 8:19 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের চাঞ্চল্যকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলার একমাত্র আসামী আইনজীবি আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
আজ রোরবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৬-এর মিডিয়া উইং।
তবে কখন, কোথায়, কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত না জানালেও আগামীকাল সোমবার প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানায় ৬-এর মিডিয়া উইং।
গত শুক্রবার বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে বাসায় ডেকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্র্রবি) এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে আইনজীবী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। #