January 15, 2025, 1:58 pm
মহুিউদ্দিন চৌধুরী।
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের
পটিয়া উপজেলার মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচালনা কমিটির ৫ সদস্য কর্তৃক এক অভিযুক্ত ব্যাক্তিকে অফিস সহায়ক কাম হিসাব পদে নিয়োগ প্রচেষ্টার অভিযোগ এনে ইউএনও, র কাছে প্রতিকার প্রার্থনা করা হয়েছে।
জানা য়ায় মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে শাহাব উদ্দিন, সুভাস বসু, ঈসা খান, ডা: সবুজ, তাহমিনা আকতার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন যে, গত ১ ফেব্রুয়ারী ২০২৩ইং তারা সিদ্বান্ত নেন যে এনি দাশ, পিতা-মৃত সুনিল দাশ, সাং-মুজাফরাবাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় তাকে কোনভাবেই অফিস সহায়ক কাম হিসাব পদে নিয়োগ দেওয়া যাবে না । তাকে নিয়োগ দেওয়া হলে স্কুলের সমস্ত পরিবেশ তথা শিক্ষার্থীদের ভবিষ্যত ঝুঁকির সম্ভবনা রয়েছে। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যদি প্রধান শিক্ষক ও সভাপতি তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন । এছাড়াও উক্ত ছেলের ব্যাপারে গ্রাম আদালতে মামলা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে, তার সমস্ত সাক্ষ্য প্রমাণ বা ডকুমেন্টস তাদের হাতে আছে । তারা আরো অভিযোগ করেন অনৈতিক সুবিধা নিয়ে তাকে নিয়োগের চেষ্টা চলছে। আমরা প্রথম থেকেই তাকে বৃহত্তর স্বার্থে নিয়োগ না দিতে অনুরোধ জানিয়ে আসছি। আমরা বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে ইউএনও আতিকুল মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।