মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি রোববার সকাল ১০ টায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক এর সভাপতিত্বে পরিষদ মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ ডোমার ডিমলা আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক এ্যাড মমতাজুল হক, জেলা পরিষদ সদস্য, ফেরদৌস পারভেজ, জেলা পরিষদ সংরক্ষিত মহিল সদস্য মেহরিন আক্তার পলিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, অত্র ইউনিয়ন যুব লীগে আহবায়ক ও জটুয়াখাতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান ও জনতা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল লতিফ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন,ইউনিয়ন ভিত্তিক সকল
ইমাম ও মুয়াজ্জিনগণ, এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিমলায় ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায়-এমপি আফতাব

Leave a Reply