July 12, 2025, 8:52 pm
ষ্টাফ রিপোর্টারঃ
মাদক,সন্ত্রাস,ছিনতাই,জুয়া ও চাঁদাবাজ মুক্ত শান্তিপুর্ণ নগরী উপহার দেওয়ার লক্ষে আকুয়া ভাঙ্গা পুল এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিয়র সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ফেব্রুয়ারী) রাত ৯টায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে সকলের সার্বিক সহযোগী প্রত্যাশা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির।ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।