January 14, 2025, 12:45 am
পটিয়া প্রতিনিধিঃ নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সকালে পটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন এর সভাপতিত্বে ডাক বাংলা চর্তরে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু,
কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান,মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দীন। এসময় বক্তারা বলেন,
মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।