সুন্দরবনের জেলে-বাওয়ালীরা পেলেন কম্বল

মোংলা প্রতিনিধি।
সুন্দরবনের জেলে-বাওয়ালীরা পেয়েছেন শীতে নিবারণের কম্বল। আর তাদেরকে এ কম্বল বিতরণ করেন ঢাকার সাংবাদিক মহসিন উল হাকিম ও বনবিভাগের ফরেস্টার মোঃ শাহজাহান। সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার মোঃ শাহজাহান বৃহস্পতিবার বিকেলে জানান, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম ও আমি আমার নিজ উদ্যোগে জেলে-বাওয়ালীরাদের মাঝে এ কম্বল বিতরণ করেছি। গত সপ্তাহখানেক ধরে ঘুরে ঘুরে জেলে-বাওয়ালীরাদের হাতে তুলে দিয়েছি এ কম্বল। এ কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি বননির্ভরশীল পেশার মানুষগুলো। তিনি বলেন, সাংবাদিক মহসিন উল হাকিম ২০টি ও আমি নিজে ৫টি কম্বল দিয়েছি জিউধারা ষ্টেশন এলাকার দরিদ্র জেলে-বাওয়ালী পরিবারকে। জেলে-বাওয়ালীরা শীতে কষ্ট করে সুন্দরবনের উপর জীবিকা নির্বাহ করেন। তাই তাদের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক মহসিন উল হাকিম। তার এই উদ্যোগে আমি নিজেকেও সামিল করেছি। অন্তত হলেও ২৫টি দরিদ্র পরিবারের মানুষদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, এটাই আমাদের আত্মতৃপ্তি। স্থানীয় অনেকেই আছেন যারা ইচ্ছা করলেই সহায়তার হাত বাড়ালে জিউধারা এলাকার একজন জেলে-বাওয়ালীও শীতে কষ্ট পাবেন না। এমন ধর্নাঢ্য পরিবার এগিয়ে গেলে শীতের কষ্ট লাঘব হবে উপকূলের দরিদ্র জেলে-বাওয়ালী পরিবারের বলে মনে করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *