রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে মোঃ সাহিদ নামে এক ব্যক্তি নিখোঁজ 

মোঃ রাসেল সরকার//
রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে মোঃ সাহিদ খান নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স ৫৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো শার্ট ও প্যান্ট।

তার পরিবার জানিয়েছে, গত ২৭ জানুয়ারি ২০২৩ বিকাল অনুমান ৪টায় ওয়ারী থানার ৪৮/১ ভজহরি স্ট্রীট বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের স্ত্রী। জিডি নং- ১৩৩১ তারিখ-২৮/০১/২০২৩ খ্রিঃ।

সাহিদের সন্ধান পেলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৬২১), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) ও তদন্তকারী অফিসার (০১৯১৬-২৯২৫৫৩) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *