January 15, 2025, 12:57 pm
মোঃলিটন মাহমুদ মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
আন নুর প্রি ক্যাডেট একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। (৯ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর দক্ষিণ পাড়া গ্রামের একটি মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজ্জাদ নুর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ, মোঃ সাফিয়ান আহম্মেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরশ্রেষ্ঠ নায়ক মোঃ আলি আকবর, বাংলা টিভির মাওয়া মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মোস্তফা, দৈনিক কালবেলা পত্রিকার সিরাজদিখান প্রতিনিধিঃ দিদার হোসেন শুভসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।