January 15, 2025, 4:31 am
ষ্টাফ রিপোর্টারঃ
অনেকটাই বদলে গেছে পুলিশ। সেবা নিতে এখন আর থানায় যেতে হচ্ছে না। সাধারন মানুষ হাতের কাছেই পুলিশি সেবা। প্রতিটি ইউনিয়নেই ১জন উপ-পরির্দশক (এসআই), ১ জন সহকারী উপ-পরির্দশক (এএসআই) ২জন কনস্টবল প্রতিনিয়তই যাচ্ছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে গেছে।
মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) ময়মনসিংহ সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ড সাহেব কাচারী এলাকায় বীট পুলিশিং সভায় এসব কথা বলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
ওসি জানা, পুলিশ মহাপরির্দশকের নির্দেশক্রমে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের সার্বিক তত্বাবধানে বিট পুলিশিং এর ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে স্থান নির্বাচন করে এই বিট পুলিশ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, বিট পুলিশিং কার্যক্রমের ফলে থানা পুলিশের উপর অনেকটাই চাপ কমে গেছে। ছোট ছোট অভিযোগ গুলো দ্রুত নিস্পত্তি হয়ে যাচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে অপরাধ প্রবণতাও অনেকটাই কমে গেছে। যেকোন ছোটখাটো সমস্যা এখন বিট পুলিশিং এর মাধ্যমে সমাধান হচ্ছে। থানায় ওসির দরজা সবার জন্য উম্মুক্ত।
ময়মনসিংহ নগরীর প্রধান নগরী হতে ইউনিয়নের দুরত্ব ৩০ কিলোমিটার এর বেশী রয়েছে। ফলে মাদক ব্যবসা, গরু চুরি, বাল্য বিয়ে, জুয়াসহ অপরাধীদের অভয়ারন্য ছিলো। কিন্ত বিট পুলিশের কার্যক্রম চালু হওয়ায় সেখানে অপরাধ প্রবণতা কমে এসেছে।বিট পুলিশিং কার্যক্রমে খুশি এলাকার সাধারন মানুষও। মানুষ এখন অনেকটা চিন্তমুক্ত রাতে ঘুমাতে পারছে। তারা এই কার্যক্রমটাকে অব্যাহতভাবে চালু রাখার দাবি জানিয়েছেন।
বোরর চর এলাকার কয়েকজন জানান, দুটি নদী দ্বারা বিচ্ছিন্ন এই এলাকায় আইন বলতে কিছুই ছিল না। সবকিছুই নিয়ন্ত্রন করত প্রভাব শালীরা কিন্তু বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। এখন মনে হচ্ছে আমরা সত্যিকারে বাংলাদেশের বাসিন্দা।
ওসি শাহ কামাল আকন্দ পরে একই দিনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রফিক (দুদু),সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সেলিমা আক্তার,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল প্রমুখ উপস্থিত ছিলেন।