January 15, 2025, 10:20 am
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া মোড় চত্বরে বাংলাদেশ ইসলামী ব্যাংক এর নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার আওতায় মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে ফিতা কেটে নতুন এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফজলুল হক মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার কর্মকর্তা গোলাম ইসহাক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংকের সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক বলেন কুড়িপাড়ায় অবস্থিত এই এটিএম বুথ থেকে রাত-দিন ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকেরা । এটিএম বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, সুজানগর উপজেলার প্রসিদ্ধ বাণিজ্যিক অ ল কুড়িপাড়ার এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক নব যুগে প্রবেশ করল বলে জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।