January 15, 2025, 6:54 am
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলা বাগড়া ইউনিয়নের আঃলীগের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৩জানুয়ারী ভোর আনুমানিক ০৩:৪০ ঘটিকার সময় ৪নং ক্রমিকের ঘটনাস্থলে উল্লেখিত কাঠের পাটাতন ও টিনের বেড়া বেষ্টিত দোচালা টিন দ্বারা নির্মিত বাঘড়া ইউনিয়নের আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কার্যালয়ের দক্ষিণ পাশের দোকানে থাকা এবং উক্ত আওয়ামিলীগ কার্যালয়ের রক্ষনাবেক্ষনকারী মোঃ মোন্নাফ মাল(৫৫), পিতা – মৃত পাষান মাল সাং – পূর্ব বাঘড়া, থানা – শ্রীনগর, জেলা – মুন্সীগঞ্জ আগুনের সূত্রপাতের বিষয় টের পেয়ে কার্যালয়ের তালা খুলে ভিতরে প্রবেশ করে প্লাস্টিকের বালতি দ্বারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যালয়ের ভিতরে থাকা ব্যানার, পোস্টার ও ব্যানার তৈরির কাজে ব্যাবহৃত বাশের চেরা পুড়ে যায়।অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে স্থানিয় আঃলীগের নেতাকর্মী ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডের বিষয় তথ্য উদঘাটনের চেষ্টাসহ শ্রীনগর থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারাদিন পুলিশি টহল অব্যাহত রাখে।বাঘড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ সুমন (৩৩), পিতা- শেখ মোরশেদ, মাতা- হাসিনা বেগম, সাং – মধ্য বাঘড়া, থানা – শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ থানায় হাজির হইয়া এজাহার নামীয় ৩ জন সহ অজ্ঞাতনামা ২৫/৩০জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেন।ঘটনাস্থল সহ বাঘড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।