ধর্মপাশায় ফেসবুকে সাংবাদিকের নামে মানহানিকর পোস্ট থানায় লিখিত অভিযোগ

শান্ত তালুকদার প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় এক সাংবাদিকের নামে ফেসবুকে মানহানিকর তথ্য দিয়ে অনলাইন পোর্টালে নিউজ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মো, ইমাম হোসেন ও রাজু ভূইয়া নামে দুই কতিত সাংবাদিকদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভুগি সাংবাদিক মো. মিঠু মিয়া বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা দৈনিক যায়যায়দিন পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. মিঠু মিয়ার নামে শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে ইমাম হোসেন ও রাজু ভূইয়া নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুকে মানহানিকর মিথ্যা বানোয়াট নিউজ পোস্ট দেয়। নিউজের পোস্টে তাঁরা লিখেন, ‘যায়যায়দিন ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. মিঠু মিয়া প্রতারনার মাধ্যমে একাধিক নারীকে বিয়ে করা, সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস আদালতে দালালী ও তদবির করে এলাকার সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। এতে করে চরমভাবে মানহানি হয়েছে উলেস্নখ করে পোস্টদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শুক্রবার রাত ১১ টার দিকে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মো. মিঠু মিয়া।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাংবাদিক মো. মিঠু মিয়া বলেন, মো. ইমামাম হোসেন ও রাজু ভূইয়া ওরা দুইজন কথিত সাংবাদিক। সাংবাদিকতার আঁড়ালে সে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। মাদক সেবন ও কেনা-বেচার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে আমি নানা সময় প্রতিবাদ করি। এসসবের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনেই হয়তো আমার প্রতি হিংসাপরায়ন হয়ে এমন মানহানিকর মিথ্যা ও বানোয়াট নিউজ পোস্ট দিয়েছে। আমি আইন অনুযায়ী তার শাস্তির দাবি করছি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইমাম হোসেন ও রাজু ভূইয়া নামে দুই ব্যক্তি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মো. মিঠু মিয়া এর নামে ফেসবুকে অনলাইনে পোর্টালে মানহানিকর পোস্ট দিয়েছেন। যার কারনে মিঠু মিয়া বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শান্ত তালুকদার
মধ্যনগর, সুনামগঞ্জ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *