August 31, 2025, 10:41 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, চট্টগ্রাম থেকে ফিরে এসে,
৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে এম রুবেল এর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব কেফায়েত উল্ল্যাহ কায়ছার এর সঞ্চালনায় চট্টগ্রামের আগ্রাবাদ রাজ প্রাসাদ কনভেনশনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি মোঃ আলমগীর গনি, ইলিয়াস আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব এড মিয়া মুহাম্মদ ফারুক, মুন্জুর আহমেদ সোহেল, সংস্থার কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন,সদস্য শাহিন আলম,
মাসুদ আলম সাগর, সাংগঠনিক সচিব মোঃ কামরুল ইসলাম, সহকারী দপ্তর সচিব মোঃ মাহমুদ মোস্তফা, সহকারী সাহিত্য ও পাঠাগার সচিব মোঃ জাফরুল ইসলাম।অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত, পরে পরিচিতি, স্বাগত বক্তব্য, ক্রেষ্ট ও সনদ বিতরণের পর রাতের ভোজের মাধ্যমে শেষ হয়।