December 26, 2024, 9:21 pm
জান্নাতুল বিশ্বাস.নড়াইল!! নড়াইলে কেক কেটে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে আব্দুল হাই ডিগ্রী কলেজে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযপিন করা হয়।
নড়াইল আব্দুল হাই ডিগ্রী কলেজের প্রধান অফিস সহকারী ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নড়াইল জেলার সভাপতি নার্গিস নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় নড়াইল জেলার যুগ্ন সাধারন সম্পদক সুশেন কুমার সরকার, দপ্তর সম্পাদক কাউম আলী, নির্বাহী সদস্য উজ্জল মোল্যা, মঞ্জুরুল হক, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক অনিমেষ বিশ্বাস , অর্থ সম্পাদক মো.মনিরুল ইসলামসহ সংগঠনের আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনের সফলতা কামনা করে দোয়া করা হয়।#
মো জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি।।