নিউজের জের ধরে সাংবাদিককে হুমকি

কে এম সোহেব জুয়েল ঃ নিউজের জের ধরে কে এম সোহেব জুয়েল নামক দৈনিক নতুন বাজার অনলাইন বাবুগঞ্জ প্রতিনিধিকে হুমকি দিয়েছেন দুর্বৃিত্তরা। গতকাল শনিবার ৩ ফেব্রুয়ারি আগরপুর ইউনিয়ন ছাত্রলীগ নামিয় ফেইসবুক আইডি দিয়ে এমন হুমকি দিয়েছেন। গত ১ ফেব্রুয়ারি বুধবার বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়াকে সামনে রেখে শিক্ষাঙ্গনে স্টল তৈরিকে কেন্দ্র করে দুই ছাত্রসমাজের কর্মীকে রক্তাক্ত যখম করেছে বখাটেরা এমন সংবাদ দৈনিক নতুন বাজার অনলাইন পত্রিকায় সংবাদ কর্মি সোহেব জুয়েল পাঠালে নিউজটি পত্রিকায় ছাপা হলে তার জের ধরে এমন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সাংবাদিক সোহেব জুয়েল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
অপরদিকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্রশীলকে জানালো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *