এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
” শিক্ষার মানোন্নয়নে শিশুদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। সেই সাথে সকল শিক্ষককে শপথ নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে আমার শিক্ষা প্রতিষ্ঠান দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান”। ২০২২-২৩ অর্থবছরের গ্রামিন অবকাঠামো রক্ষনাবেক্ষণ( টিআর) প্রকল্পের এলাকা ভিত্তিক বিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
শুক্রবার বিকেল ৪ টায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচী বাস্তবায়নে নির্বাচনী এলাকাভিত্তিক (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) উপজেলার আওতাধীন ১৮০ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৮৬ লক্ষ ১৯ হাজার ৩৩৩ টাকার বরাদ্দকৃত অর্থের বিল বিতরণ করেন হইপ স্বপন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, ক্ষেতলাল থানা ওসি রাজিবুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা পরিষেদর চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউ,পি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ক্ষেতলাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক, স্কুল কমিটির সভাপতি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষেতলাল উপজেলা পরিষদের সিএ এসএম শওকত।
Leave a Reply