September 18, 2025, 10:40 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
চট্টগ্রামের শিল্পকলায় অনুষ্ঠিত হলো কায়া আশ্রমের নান্দনিক নৃত্য পরিবেশনা রংপুর হা-রাগাছে আলেফ উদ্দিন প্রিমিয়ার লীগের মেগা ফুটবল খেলার ফাইনাল অ-নুষ্ঠিত পঞ্চগড়ে যৌ-থবাহিনীর অ-ভিযানে জা-ল টাকা সহ ১ জুয়ারী আ-টক ইউপি সদস্যের দ-খলে সওজের কোটি টাকার স-ম্পত্তি শাল্লায় জায়গা সং-ক্রান্ত বি-রোধের জেড়ে প্র-তিপক্ষের হা-মলায় আহ-ত-২ থানায় মামলা দা-য়ের সুজানগরের তঁাতিবন্দে বিএনপির কর্মী স-মাবেশ অনুষ্ঠিত ইয়্যুথ ভ-লান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন (রাবি) শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান দ্বীপ মাহবুব ঝিনাইদহে তু-চ্ছ ঘট-নাকে কেন্দ্র করে সংঘ-র্ষে আহ-ত ১৯ ফরিদপুরের সালথায় টিএমএসএস’র নতুন শাখা উ-দ্বোধন ও ঋ-ণ বিত-রণ শুরু ঝিনাইদহে জমি অ-ধিগ্রহণ কর্মকর্তার বিরু-দ্ধে গা-লিগালাজ ও হুম-কির অভি-যোগ জমির মালিকদের
নাগেশ্বরী বিএমডিএর মেকানিক নাহিদ আলীর প্রতারণা-অত্যাচারে কৃষক অতিষ্ঠ

নাগেশ্বরী বিএমডিএর মেকানিক নাহিদ আলীর প্রতারণা-অত্যাচারে কৃষক অতিষ্ঠ

এম এস সাগর,

কুড়িগ্রাম প্রতিনিধি:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোন দপ্তরের সহকারী মেকানিক মো. নাহিদ আলী (বর্তমানে বিধি-বর্হিতভাবে উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত)র বিরুদ্ধে গভীর নলকূপের অপারেটর ও হতদরিদ্র কৃষক কেদার আলীর ২৫হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামে গভীর নলকূপের অপারেটর ও হতদরিদ্র কৃষক কেদার আলী দায়িত্বরত গভীর নলকূপের দুইটি ট্রান্সফর্মার গত চার মাস আগে চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরদিন বিএমডিএ নাগেশ্বরী অফিসে জানানো হলেও অফিস থেকে কোন পদক্ষেপ নেয়নি মেকানিক নাহিদ আলী। পরবর্তীতে গভীর নলকূপের অপারেটর কেদার আলীকে ট্রান্সফর্মারের মূল্য বাবদ ৪০হাজার টাকা দেয়ার জন্য বলেন নাহিদ আলী। এদিকে আংশিক অর্থ দিয়ে বাকি টাকা কিস্তিতে দেয়ার বিধান থাকলেও কেদার আলীকে সে সুযোগ থেকে বঞ্চিত করে মেকানিক নাহিদ আলী। কেদার আলীর এককালীন ৪০হাজার টাকা দেয়ার সামর্থ না থাকার কথা নাহিদ কে তিনি জানায়। এক পর্যায়ে নাহিদ আলী ট্রান্সফর্মার দেয়ার কথা বলে কেদার আলীর কাছে ২৫হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও কেদার আলীকে ট্রান্সফর্মা দেয়ার কথা বলে টালবাহনা করে আসছে। এদিকে মেকানিক নাহিদ আলী অফিসে ২৫হাজার টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এদিকে পুরোদমে ইরি-বোরো সেচ মৌসুম শুরু হওয়ায় গভীর নলকূপ চালু করতে না পারায় ঐ গভীর নলকূপের স্কীমভুক্ত কৃষকরা দিশেহারা সহ ফসল উৎপাদনে দুশ্চিন্তায় পড়েছেন।

ভুক্তভোগী কেদার আলী বলেন, বিএমডিএর মেকানিক নাহিদ আলী আমার গভীর নলকূপের ট্রান্সফর্মার দেয়ার কথা বলে আমার নিকট থেকে ২৫হাজার টাকা গত দুই মাসে আগে হাতিয়ে নিয়ে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। বর্তমানে ধান রোপন করতে পারছি না। আমি মিডিয়া কর্মীদের এসব তথ্য দেয়ায় নাহিদ আলী আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন।

সম্প্রতি নাগেশ্বরী বিএমডিএর মেকানিক নাহিদ আলী তার পূর্বের কর্মস্থলেও একইভাবে অনেক কৃষকদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি কৃষক, অপারেটর ও নিজ অফিসের কর্মচারীদের সাথে অসৌজন্যমম আচরণ ও মারধর করতো। নাহিদ আলীকে এসব অপকর্মের সহযোগিতা করছেন তার সম্পর্কে দুলাভাই বিএমডিএ’র রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান। ফলে দিন দিন নাহিদ আলীর অনৈতিক কার্যক্রমে বেপরোয়া হয়ে যাচ্ছে।

আরোও জানা যায়, গত ৫জানুয়ারী ২০২৩সালে নাগেশ্বরী বিএমডিএ’র নতুন ভবন উদ্বোধনের দিন নাহিদ আলীর অবৈধ কার্যক্রম ও নির্বাহী প্রকৌশলী জিননুরাইন কে অপমান অপদস্ত করার সংবাদ প্রচার হওয়াকে কেন্দ্র করে নাগেশ্বরী অফিসের সকল কর্মচারীকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখেন এবং বদলীর হুমকি প্রদান করে রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্তাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান। এছাড়াও নাগেশ্বরী অফিসের আওতাভুক্ত একাধিক গভীর নলকূপের অপারেটর আব্দুল খালেক, সালেকুল বাবু, আব্দুল কাদের, দুলাল, তাহের এবং গভীর নলকূপ অপারেটর সহ আরও অনেকেই জানায়, মেকানিক নাহিদ আলীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। সময় মতো গভীর নলকূপ মেরমত করা হচ্ছেনা, মেরামতের কোন পার্টস অফিসে মজুদ নাই, সময় মতো ট্রান্সফরমার পাওয়া যাচ্ছে না। ফলে গভীর নলকূপগুলি চালু হচ্ছে না এদিকে গভীর নলকূপের স্কীম ভুক্ত কৃষকগনের মাঝে হতাশা বিরাজ করছে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ জিননুরাইন খানের সাথে মোবাইলে যোগযোগ করা হলে তিনি নাহিদ আলীর বিষয়ে কথা বলতে চান না।

রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খানের মোবাইল ফোনে যোগাযোগ করার করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, মেকানিক নাহিদ আলীর বিরুদ্ধে অভিযোগ শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD