বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

রেজুয়ান খান রিকন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি বলেছেন, ‘মানসম্মত শিক্ষাই সরকারের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।’

বুধবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্র ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভনিং বডির সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু। এসময় তিনি বলেন, মায়ের ভূমিকায় সন্তান এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল। আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা রবিউল ইসলাম শামীম, সমাজ সেবক দবির উদ্দীন, মুক্তিযোদ্ধা জবেদ আলী, সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, মহিলা আওয়ামী লীগের জেলা সদস্য নুরজাহান বেগম, উপজেলা ছাএলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান রুবেল, কোচাশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আইয়ুব হোসেন রুবেল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম মুরাদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী,দ্বীতিয় বর্ষের ছাত্র ত্বাকী হাসান মুরাদ,নুরে জান্নাত জিনিয়া, নবীন ছাত্র সাব্বীর রহমান, সমগ্র অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক নুরনবী আকন্দ লাইজু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *