গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলনমেলা ও কমিটি ঘোষণা

পূবাইল গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা, সাংবাদিকদের মিলনমেলা, বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এতে জেলা থেকে আগত বিভিন্ন সাংবাদিকবৃন্দ তাদের মননশীল রুচিসম্পন্ন গান পরিবেশন করে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেন।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক (ভ্রাম্যমাণ) আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুস সালাম শান্ত।

সোমবার (৩০ জানুয়ারি ) দিনব্যাপী হোতাপাড়া শ্যামলী রিসোর্টে জেলার সকল উপজেলার অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে মিলনমেলা , খেলাধূলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে আগামী এক বছরের জন্য গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা হয়।

আগামী এক বছরের জন্য এই ঐক্য পরিষদের নেতৃত্ব দিবেন, সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন  কামাল, সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, নাজিম উদ্দিন,মৃনাল কান্তি চৌধুরী সৈকত, সালাম রানা,জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মুছা খান, যুগ্ন সম্পাদক আল আমিন দেওয়ান, মোহাম্মদ বেলায়েত হোসেন, শামীম মনির হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লা নুরী, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কোষাধক্ষ্য মোঃ আল আমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ উল হোসেন, ক্রিয়া সম্পাদক এসএম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ  আব্দুল কাসেম, হাজী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ মুক্তাদির হোসেন, সাইফুল ইসলাম, মানিক আমিনা খাতুন মুনমুন, জাকির হোসেন লিটন, সেলিম শেখ, জাকারিয়া আল মামুন, হাজী কামাল চৌধুরী, কাজী শাকিল।

এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন মোঃ আব্দুস সালাম শান্ত, মোহাম্মদ আলী ভূঁইয়া, অধ্যাপক শামসুল হুদা লিটন, সঞ্জীব কুমার দাস, সেলিম ভূঁইয়া, অধ্যাপক মুখলেছুর রহমান, আব্দুল মালেক, জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য সকল সাংবাদিকদের উপস্থিতিতে লটারি ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *