August 31, 2025, 11:27 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য যোগদানকৃত ৫৭জন শিক্ষক মন্ডলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩১ জানুয়ারি
মঙ্গলবার সকালে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আয়োজিত সংবর্ধণা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সংবর্ধণা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সহকারী শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ,জামাল হোসেন গাজী, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি সরকারের নিয়োগকৃত যোগদান করা ৫৭জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসন। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, সরকারী কর্মকর্তাগন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।