December 26, 2024, 8:42 pm
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
আজ কাল রবিবার ২৪শে জুলাই সকালে উপজেলা মৎস্য অফিস কর্তৃক তারাগঞ্জ উপজেলা পরিষদের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক
সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার, সহকারি মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক প্রমূখ।
এতে প্রায় শতাধিক মৎস্য চাষি অংশ নেয়। পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।