January 2, 2025, 11:14 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
খুলনা বটিয়াঘাটার ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

খুলনা বটিয়াঘাটার ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুরঞ্জন সুতারের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত মিথ্যা মামলা ও ভিক্তিহীন, কুরুচি পূর্ণ সংবাদ প্রকাশের অভিযোগের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে সোমবার সংবাদ সম্মেলন করেন তিনি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন জাতীয় দৈনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। খুলনার বটিয়াঘাটার সমাজসেবক ও বিশিষ্ট এই ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে তিনি বলেন,
আমি দীর্ঘদিন ধরে স্থানীয় জনমানুষের সেবায় ধর্ম মত নির্বিশেষে সকলের পাশে থেকেছি। সততার সাথে ব্যবসা করে সফল ও প্রতিষ্ঠিত হওয়ার কারণে কিছু ব্যক্তি আমাকে সামাজিক ভাবে খারাপ প্রতিপন্ন করা এবং আমার থেকে বড় ধরনের সুবিধা পাওয়ার হীন উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি কথিত মডেল হিসেবে দাবি করা ইতিমা মন্ডল পিতা: নারায়ন মন্ডল, গ্রাম ঠিকরাবাদ বটিয়াঘাটা খুলনা। যে কিনা আমার এলাকার আমার সম্প্রদায়ের একজন বোন। এই ইতিমা মন্ডল নামের মেয়েটি ঢাকায় মিডিয়া জগতে সে একজন মডেল তারকা হিসাবে নিজেকে দাবি করেন। এই মেয়েটি আমার পাড়া-প্রতিবেশী। এই মেয়ে সমাজের বিভিন্ন জায়গায় আমার নামে খুব বাজে মন্তব্য করছে এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে আমার নামে দুটি মিথ্যা মামলা দিয়েছে যা আদালতে চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইতিমা মন্ডল আমার বিরুদ্ধে কিছু বিষয় জড়িয়ে মিথ্যা দোষারোপ করছে যে সকল কোন কর্মকান্ডের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমি নাকি তার বাবাকে ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছি তাদেরকে ভিটা ছাড়া করছি। তার এই মন্তব্য গুলি কতটুকু সত্য এটা দেখার দায়িত্ব আপনাদের এবং প্রশাসনের নিকট ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন সত্যকারের দোষী কে নির্ণয় করুন দোষী ব্যক্তি কে সাজা দিন।

তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা গত ২৬-১-২৩ ইংরেজি তারিখে ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত এবিসি নিউজ ডটকম ডট বিডি ও ডেইলি ঢাকার কন্ঠ ডটকম সহ কিছু সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা বিষয় নিয়ে গুজব ছড়ানো হয়েছে এবং সংবাদ পরিবেশন করেন যে সব সংবাদ প্রচারের ক্ষেত্রে কোন প্রকার সত্যতা যাচাই বাছাই না করেই আমাকে সামাজিক ভাবে চরম ভাবে আমার মান সম্মান প্রতিপন্ন করা হয়েছে। আমার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদে আমাকে চিহ্নিত সন্ত্রাসী, কুখ্যাত ভূমিদস্যু বলা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া ও ভিত্তিহীন। আমি ওই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগন মূলত আমি একজন ব্যাবসায়ী ও সমাজ সেবক। আমি প্রগতি বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বটিয়াঘাটা উপজেলার জয়েন্ট সেক্রেটারি। বিদ্যাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়াও শৈল রংপুর মুজরঘোটা অঞ্চলে আমি পাঁচটি মন্দির নির্মাণ, বৃদ্ধাশ্রম নির্মাণ এবং চিকিৎসালয় নির্মাণ কাজ করেছি আমার নিজ অর্থায়নে। এছাড়াও আমার উপজেলার বিভিন্ন অঞ্চলে পানির সংকট দেখা দেওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিজ অর্থায়নে ১৭টি গভীর নলকূপ স্থাপন করেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়নের কাজে অর্থ প্রদান, গরিব দরিদ্র অসহায় মানুষের মেয়ের বিবাহে অর্থদান, শীতকালীন বস্ত্র বিতরনসহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত।

তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই ইতিমা মন্ডলের সাথে বা তার পরিবারের কোন সদস্যের সাথে আমার কোন বিরোধ ছিল না বা এখনো নেই। শুধুমাত্র সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত সংবাদে আমার নাম জড়ানো হয়েছে এটা কোন ভাবেই সত্য নয়। এ কারণে আমি সকল সাংবাদিক বন্ধু ও প্রশাসনের প্রতি আহবান জানাই আপনারা সরেজমিন তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখুন। আমি চাই আপনারা সত্যটা লিখুন সত্যকে প্রকাশ করুন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD