মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদ সহ আটক ২

মিঠুন সাহা ,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ৩৪ লিটার চোলাইমদ সহ দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮ টার সময়
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গরমছড়িস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামী চেকপোস্ট করা কালে
এসআই(নিঃ)/আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন
,এএসআই(নিঃ)মামুন ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করা হয়।

জানা যায়, আসামী ১) দোলন কর্মকার (২২), পিতা: মৃত আশুতোষ কর্মকার, গ্রাম:ঈদ গাঁও মাইজপাড়া ১নং ওয়ার্ড। ২) কাঞ্চন কর্মকার (২৯), পিতা: গোপাল কর্মকার, গ্রাম:ঈদগাঁও দরগা পাড়া,৭নং ওয়ার্ড উভয়ের থানা ঈদগাঁও, জেলা খাগড়াছড়ি পুলিশের হাতে দুইজনকে হাতে নাতে দেশীয় তৈরি ৩৪ লিটার চোলাইমদ সহ আটক করা হয়েছে। জিজ্ঞাসা বাদে জানা যায়,বিক্রির উদ্দেশ্যে তারা মদ নিয়ে যাচ্ছিল।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *