January 15, 2025, 9:26 am
নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এই প্রতিযোগীতার আয়োজন করে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, পৌরসভার প্যানেল মেয়র সারোয়ার স¤্রাট প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় সদর উপজেলার প্রায় শতাধিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীরা ৩২ টি ইভেন্টে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি।#
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।