মধ্যনগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে মো.আনোয়ার (৩৫) মো. বাছির মিয়া(৩৫) ও মো. নজির হোসেন (২৫) নামে তিন মাদককারবারিকে ৯৬ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বংশিকুন্ডা উওর ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রাম থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মাদক কারবারিরা হলেন- আনোয়ার ওই ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের মৃত রুস্তুম আলীর, মাদক কারবারি বাছির মিয়া মৃত আব্দুল মালেকের ছেলে ও নজির হোসেন মৃত আবুল কাশেরছেলে।

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, উপজেলার দাতিয়াপাড়া গ্রামের মাদক কারবারি আনোয়ার, বাছির মিয়া ও নজির হোসেন তাঁরা এলাকায় একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মহেশখালা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, মদ,গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে আনোয়ার, বাছির মিয়া ও নজির হোসেন দাতিয়াপাড়া গ্রামে একটি নির্জন স্থানে বসে গোপনে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করি এবং মাদককারবারি আনোয়ার, বাছির মিয়া ও নজির হোসেন নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আজ রবিবার সকালে তাকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।

শান্ত তালুকদার
মধ্যনগর প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *