August 31, 2025, 2:25 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নলছিটিতে জা-মায়াতের এমপি প্রার্থীর গ-ণসংযোগ অ-ভিযোগের পাহাড়ে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা প্রবীর দাশ গ্রে-প্তার ডাসারে শ্রী রাধা রানীর জন্ম অষ্টমী উপলক্ষে প্রা-র্থনা সভা অ-নুষ্ঠিত কালীগঞ্জে শি-য়াল খোওয়া স্কুল এ্যান্ড কলেজে বর্ণাঢ্য সূধী স-মাবেশ বন্দরটিলায় ‘ডাই-নামিক নাছির প্লাজা’—একই ছাদের নিচে কাঁচাবাজার ও আধুনিক শপিং মল কুমিল্লাতে মা-দকের জের ধরে যুকককে কু-পিয়ে হ-ত্যা দোয়ারাবাজারে জো-রপূর্বক বাড়ির প্রবেশ পথ ব-ন্ধ করার অ-ভিযোগ উঠেছে সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব
তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী লাইজু গ্রেফতার

তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী লাইজু গ্রেফতার

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী মোছাঃ লাইজু খাতুন (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ১৪ টি পুড়িয়ায় ৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জিগারতল এলাকার পাকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ উত্তর দিকে বাচ্চু বাবুর ধান ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক লাইজু তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতল এলাকার নূর হোসেনের স্ত্রী।

এস আই তোহাকুল ইসলাম জানায়, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকজান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী লাইজুকে আটক করেছি। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

এলাকাবাসি জানায়, গ্রেফতারকৃত লাইজু খাতুন এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিল। সে কখনো রাস্তায় , কখনো দোলায় , কখনো বাজারে গিয়ে মাদক বিক্রি করে আসছিল দীর্ঘদিন। তার বেশিরভাগ ক্রেতাই নতুন ও পুরাতন চৌপথি, কেল্লাবারি , বেলতলী, মেডিকেল মোড়, ইকরচালী থেকে আসত । অভিনব কায়দায় বিভিন্ন দোলার-ডাঙ্গার ধান ক্ষেতেও খদ্দের ডেকে মাাদক সরবরাহ করত।

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটক লাইজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরাে টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD