বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট কমিটিকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন

স্টাফ রিপোর্টার :বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের মুজিববর্ষ হলরুমে সংগঠনের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে একাত্তর টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তিকে সভাপতি ও যমুনা টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতভাবে ৯ সদস্যের কমিটি ঘোষণা করেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার।

আগামী দুই বছরের জন্য বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত এই কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি ডিবিসি নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি ইসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক আরটিভির এস এম সামছুর রহমান।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন-বিটিভির নীহার রঞ্জন সাহা, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, নিউজ ২৪ টিভির শেখ আহসানুল করিম এবং সময় টিভির আলী আকবর টুটুল।

এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী বাবু বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন গঠনতন্ত্র উপস্থাপন করলে, তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।নব নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবীর ও মহাসচিব মোস্তাফিজার রহমান বাবলু সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ভাইস চেয়ারম্যান মুনসুর আহমেদ-জাতীয় দৈনিক নওরোজ (ঢাকা), কামাল হোসেন খান-সম্পাদক-কুয়াকা টানিউজ২৪.কম (ঢাকা), মোঃ মিজানুর রহমান আইএনবি নিউজ (ঢাকা), আল আমিন শাওন দৈনিক আমাদের অর্থনীতি (ঢাকা), একরামুল হক বেলাল সম্পাদক সংবাদ

প্রতিক্ষণ, দৈনিক ভোরের ডাক (দিনাজপুর), এম. এ. সাবলু হৃদয় সম্পাদক বিডিজাহান.কম (ঢাকা), নির্মল বড়ুয়া মিলন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম (চট্টগ্রাম), বি এম রাকিব হাসান দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ, খুলনা), ও মোল্লা হারুন অর রশিদ (কুড়িগ্রাম- আমাদের সময় ও এশিয়ান টিভি)।
যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক লাখোকণ্ঠ, সহকারী মহাসচিবএম এস সাগর (কুড়িগ্রাম- সংবাদ প্রতিদিন ও চ্যানেল-৯), শহিদুল হক দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(চট্টগ্রাম), আজগর আলী মানিক সিটিজি-ক্রাইম-টিভি, আশরাফ চৌধুরী দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(ব্যুরো চীফ, সিলেট) মালেকুজ্জামান কাকা দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(যশোর), সাংগঠনিক সম্পাদক ডি এম সাইফুল্লাহ খান চিফ ক্রাইম রিপোর্টার, দৈনিক গণতদন্ত (ঢাকা), কাজী মিজানুর রহমান আমাদের. কণ্ঠ (খুলনা), সহকারী সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী (আমাদের অর্থনীতি, দিনাজপুর), অর্থ সম্পাদক রাজু আহমেদ দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময় (খুলনা), সহকারী অর্থ সম্পাদক আব্দুম মুনিব দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের নতুন সময়(কুষ্টিয়া), দপ্তর সম্পাদক ফরিদুর রহমান শামীম দৈনিক লাখোকণ্ঠ, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম দৈনিক আমাদের অর্থনীতি (সিরাজগঞ্জ), আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা- আল-মাহাদী সময়ের কণ্ঠস্বর (ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক শাহীন (বাংলাদেশ টেলিভিশন), সহকারীপ্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ- আমাদের সময় (মুন্সীগঞ্জ), প্রশিক্ষণ সম্পাদক মো. ইমরান হোসেন চ্যানেল-৯, বাংলার অর্জন (নড়াইল), সহকারী প্রশিক্ষণ সম্পাদক রাহাত হোসেন দৈনিক আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী প্রবাল চৌধুরী আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও), পরিকল্পনা সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল আমাদের অর্থনীতি (ঠাকুরগাঁও ও বগুড়া), মহিলা সম্পাদিকা রক্সি খান আমাদের অর্থনীতি (মাগুরা), আফরীন জাহান লীনা (পটুয়াখালী), নাজমুন নাহার নাজমা (বেনাপোল), জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, আমাদের অর্থনীতি (গাইবান্ধা), পাঠাগার সম্পাদক রাহাত হোসেন আমাদের অর্থনীতি (মাদারীপুর), সহকারী পাঠাগার সম্পাদক প্রবীর মোহন্ত আমাদের অর্থনীতি, আইসিটি সম্পাদক এস. এম. আবু ওবাইদা আল-মাহাদী (ঢাকা), সাইফুল ইসলাম (কুমিল্লা), মানবাধিকার সম্পাদক মিজান লিটন- আমাদের অর্থনীতি (চাঁদপুর), ক্রীড়া ও সংস্কৃতি সচিব অনিরুদ্ধ রেজা (কুড়িগ্রাম আমাদের অর্থনীতি ও কলকাতা টিভি), সহকারী ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহাবুদ্দিন মো. রেজাউল করিম আমাদের অর্থনীতি (সিরাজগঞ্জ), তথ্য ও গবেষণাসম্পাদক রাশেদুজ্জামান রাশেদ (পঞ্চগড়- আমাদের অর্থনীতি), নির্বাহী সদস্য সৈয়দ মিরাজুল ইসলাম ইএনবি (গোপালগঞ্জ), শেখ শামীম আহমেদ সম্পাদক দৈনিক সংবাদ সকাল-মোহনাটিভি (ব্যুরো চীফ বরিশাল), শেখ ফরিদ আহমেদ ময়ন, দৈনিক আমাদের অর্থনীতি (সাতক্ষীরা), মো. এম নাজিম উদ্দিন আমাদের অর্থনীতি (রাঙ্গামাটি), শাফায়েত হোসেন আমাদের অর্থনীতি (বান্দরবান), শামছুজ্জোহা পলাশ-আমাদের অর্থনীতি (চুয়াডাঙ্গা), আবুল বাসার আব্বাসী আমাদের অর্থনীতি (মানিকগঞ্জ), ছানাউল্লাহ নূরী আমাদের অর্থনীতি (গাজীপুর), বুলবুল আহমেদ আমাদের অর্থনীতি (ময়মনসিংহ), মোঃ জাহিদুর রহমান তারিক (ঝিনাইদ), উজ্জ্বল রায় (নড়াইল), ফটিক ব্যানার্জী দৈনিক ইত্তেফাক (বাগেরহাট)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *