গোপালগঞ্জে পিতার সন্ধানের দাবিতে পরিবারে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ৫ দিন ধরে নিখোঁজ পিতা নির্ভসা বৈরাগীর সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজের ছেলে পিংকু বৈরাগী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ জানুয়ারি বিকালে মাছ ধরতে চান্দার বিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তার বাবা নির্ভসা বৈরাগী। একই এলাকার মিনি বৈরাগীর সাথে মাছ ধরতে তিনি বিলে যান। পরে তিনি মিনি বৈরাগীর কাছে মাছ ধরার সরঞ্জাম ও মোবাইল থেকে বড়শী পাততে বিলের অন্য দিকে যান। এরপর আর ওই রাতে তিনি বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে তার সন্ধান না পেয়ে মুকসুদপুর থানা একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি আরো বলেন, খোঁজাখুঁজির এক পর্যাযে একই গ্রামের অরুন দাসের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পা দেয়ার এবং জমিতে পড়ে যাওয়ার চিহৃ পাওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে মোবাইল ফোনে মিমাংসা করার জন্য অরুন দাস ও স্থানীয় মেম্বার বকুল তালুকদার প্রস্তাব দেয় হয়। এ বিষয়ের অডিও রেকডিং পুলিশের কাছে দিলেও এখন পর্যন্ত অরুন দাসকে আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, আমাদের ধারনা আমরা বাবার মরদেহ গুম করা হয়েছে। আমরা অরুন দাসকে গ্রেফতার করাসহ আমার বাবাকে জীবিত অথবা মৃত ফেরত চাই। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এ সংবাদ সম্মেলনে নিখোজের মেয়ে রীতা বৈরাগী, মালা বৈরাগী, মিলি বৈরাগী, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রকিম বৈরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মিনি বৈরাগী বলেন, নির্ভসা বৈরাগী মাছ ধরতে আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যান। আমরা দুজনে মাছ ধরতে গেলে তেনি অন্য দিকে বড়শী পাততে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তিনি তার মোবাইল ফোনসহ হাড়ি আমার কাছ রেখে যান। এর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আমরা চাই নির্ভসা বৈরাগীকে দ্রুত খুঁজে বের করা হোক।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া জানান, মুকসুদপুর উপজেলার কলিগ্রামের নির্ভসা বৈরাগী নিখোঁজ হবার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। আমরা নির্ভসা বৈরাগীকে খঁজে বের করতে কাজ করছি। তবে তিনি বেঁচে আছেন না কি মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি।

তিনি আরো বলেন, নির্ভসা বৈরাগী মাছ ধরতে বিলে গিয়েছিলেন। তিনি বিলের মধ্যে পড়ে যেতেও পারে। তবে অরুন দাস ও স্থানীয় মেম্বার বকুল তালুকদার মিমাংসার জন্য প্রস্তাব দিয়েছে সেটা আমরা জেনেছি। অরুন দাস পলাতক রয়েছে। তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা গেলে এর রহস্য জানা যাবে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *