December 26, 2024, 11:45 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন পাইকগাছা উপজেলা সভাপতি কৃষ্ণ রায়কে বন্ধন সেরা এওয়ার্ড প্রদান করা হয়েছে। ২৭ জানুয়ারি বিকালে বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মুজিব শতবর্ষ পার্কে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ এওয়ার্ড প্রদান করা হয়। বন্ধন জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন (বিজেএ) এর চীফ ডিরেক্টর ও আমার সংবাদ পত্রিকার মফস্বল সম্পাদক এস এম হাবিবুর রহমান মহব্বত, বিশেষ অতিথি ছিলেন মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজাউল হক বকু, জেলা পরিষদ সদস্য আকরামুল করিম, বিসিআই কলেজ অধক্ষ্য আসাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান খান, জাহিদুল হাসান টিপু, সাবির হোসেন শেখ, মধুখালী রিপোটার্স ইউনিটি সভাপতি মনিরুজ্জামান মৃধা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, মহাসচিব রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা প্রকৌশলী ইঞ্জিঃ রফিকুল ইসলাম, প্রাইম ব্যাংক ব্যবস্থাপক মামুন উর রশিদ, পূবালী ব্যাংক ব্যবস্থাপক শাহজাহান শেখ, বীর মুক্তিযোদ্ধা রওশানুল ইসলাম গরীব, সম্পাদক শাকির আহমেদ, প্রকাশক ও সাহিত্যিক শাহেদ বিপ্লব, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক হাবিবুর রহমান, কৃষ্ণ রায়, শাহ আলম, আরিফ হোসেন ও দেলোয়ার হোসেন। এসময় বিভিন্ন পেশায় ১২ জনকে বন্ধন সেরা এওয়ার্ড প্রদান করা হয়।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।