August 31, 2025, 3:00 pm
বায়জিদ হোসেন, মোংলা।
মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালিরমেঠ জামে মসজিদে এই প্রথম মক্তব পড়ুয়া কোরয়ানের পাখিদের নিয়ে ইসলামীক মৌলিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার (২৮ জানুয়ারী) সকালে মিঠাখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও গোয়ালিরমেঠ জামে মসজিদের সভাপতি গাজী মো. ইলিয়াছ’র সার্বিক ব্যাবস্থপনায় এবং মসজিদের ইমাম ও খতিব শেখ মো. সেকেন্দর আলী’র পরিকল্পনায় মসজিদ প্রাঙ্গনে পার্শবর্তী ৫ মসজিদের মক্তব পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয় এ ইসলামীক মৌলিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার মুল আনুষ্ঠানিকতা। এ সময় পার্শবর্তী মজিদের ইমাম ও খতিবেরা বলেন, এ সব কোমলমতি শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মুল লক্ষ্য। এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ পদক্ষেপ পরবর্তী প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকেও রক্ষা পাবে বলে আমাদের আশা। সেই সাথে কোরয়ানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার হবে। মসজিদ কমিটির সভাপতি গাজী মো. ইলিয়াছ বলেন, খুদে এ সব কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে কোরআনের আলোকিত বার্তাও। কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে করেছে এসব খুদে শিক্ষাথার্থী দদের। ইসলামের শান্তি সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল শ্রোতাদের হৃদয়। উপস্থিত সবার কণ্ঠেই ছিল এমন নান্দনিক আয়োজনের গুণগান। প্রতিবছর জাঁকজমকপূর্ণ আয়োজনের চেষ্টা ও থাকবে বলে জানান তিনি। মধুর তিলাওয়াত ও বিচারকদের কঠিন প্রশ্নোত্তরের অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। পরে গাজী ইলিয়াছ’র আমন্ত্রনে আগত বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং কুইজে অংশ নেয়া শিক্ষার্থীরা অংশ নেয় মধ্যাহ্নভোজে।