December 27, 2024, 2:16 am
রওশন আরা শিলা. নওগাঁ জেলা প্রতিনিধিঃ- “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে আলোচনা সভায় সভাপত্বি করেন আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেব নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া আত্রাই উপজেলা প্রদিনিধি মোঃ মুজাহিদ খাঁন,দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুসহ আত্রাইয়ের কর্মরত সকল সাংবাদিকগন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ জানান, আত্রাইয়ে মৎস্য উৎপাদনে সারা দেশের মধ্যে সেরা। তাই এই উপজেলায় আরো বেশি বেশি মাছের চাষ বৃদ্ধি করতে সমন্বিত প্রকল্প নেয়া হয়েছে। মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আমরা (২৩শে জুলাই হতে ২৭ জুলাই) সপ্তাহ ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি এর মাধ্যমে মৎস্যজীবিরা আরো বেশি উদ্বুদ্ধ হবে। এবং মাছ চাষে আগ্রহী হয়ে উঠবে।#
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।।