January 15, 2025, 11:57 am
নওগাঁ পোরশা থানা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
বেশ কিছু দিন থেকে এলাকায় কিছু কিছু চোরের উৎপাত পরিলক্ষিত হলেও তারা বর্তমানে ধরা ছোঁয়ার বাইরে থাকলেও গতরাতে একটি মারাত্মক চুরি হয়েছে নিতপুর ইউনিয়ন এর যমুনার বাগান থেকে বসবাস কারী মোঃ আব্দুর রহিম পটলের ৪ লাখ টাকা দামের একটি ভটভটি গাড়ি সেই চুরি হওয়া ভটভটিটি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ বাহিনী শুধু তাই নয় সঙ্গে দুই জন চোর একজন হলো আবু তাহের এর পুত্র কামাল ২১ ও জেনারেল এর পুত্র আসাদুজ্জামান ২০ গাড়ি সহ দুই চোর কে আটক করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাকা রাস্তা থেকে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক সাহেব এর সত্যতা নিশ্চিত করেছেন।