December 27, 2024, 2:34 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । বৃহস্পতিবার পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নমূলক কাজগুলো উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা ও সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একিউ এম শামসুজ্জোহা বুলবুল, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিয়র রহমান, ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজা হাসান, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজু আহমেদ, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জামিল হোসেন, আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা লিজা, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহতাব উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, মাহমুদ্দুজ্জামান মানিক,রেজা মন্ডল,আনোয়ার হোসেন আয়নাল, পৌর আ.লীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে রয়েছে, গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়, সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা ও চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন এবং আবুল কাশেম আজিরন নেছা স্বতন্ত্র এবতেদায়ী ও হাফেজিয়া মাদরাসা,ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।