January 21, 2025, 9:06 pm
এস মিজানুল ইসলাম, ।। শুক্রবার ২৭ জানুয়ারী বিকেল ৫ টায় পৌরসভার ভেরীবাদ এলাকায় জেটি ঘাট, কসাইখানা, মাছ, মাহেন্দ্র ও মিনি ট্রাক স্টান্ড স্থাপন ফলক উন্মোচন করা হয়েছে। বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, ইউএনও ফাতেমা আজরিন তন্বী, সাবেক পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম মোস্তফা সরদার, বাজার সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক মোঃ জাকির হোসেন, প্যানেল মেয়র এমাম হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথি ফলক উন্মোচন এবং বাজার ব্যবসায়ী সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।#