January 15, 2025, 1:37 pm
মো.লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অভিযান পরিচালানা করে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আসামি গ্রেফতার।
শুক্রবার দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ থানাধীন পানহাটা ফকির বাড়ি সাকিনস্হ জনৈক নুর মোহাম্নদ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থানে উপস্থিত হয় ডিবি পুলিশের ফোর্সের সহায়তায় আসামি মো.সাদ্দাম(৩৩) এর কাজ থেকে ৫ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ( পিপিএম) বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। ডিবি পুলিশের ফোর্সের সহায়তায় ৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেফতার করে। আসামি বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।