(খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সামাজিক দায়বদ্ধতা থেকে ইউপিডিএফ(গনতান্ত্রিক) কর্তৃক অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। ঘন কুয়াশায় কনকনে শীতে কাঁপছে পাহাড়,শীতবস্ত্র হোক ভালোবাসা আরেক নাম মানবতা এই শ্লোগানে ২৭ জানুয়ারি রোজ শুক্রবার সকালে গুইমারা বাজারের আশুতোষ টাওয়ারের ৪র্থ তলায় হল রুমে অন্তত ২শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল ও ১৫জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রধান অতিথি সুনেল চাকমা। এসময় তিনি বলেন পাহাড়ের অবহেলিত মানুষের কল্যানে কাজ করছে ইউপিডিএফ গণতান্ত্রিক। ভবিষ্যৎ সময়ে এমন মহৎ কাজের ধারা অব্যাহত থাকবে।
এসময়ন অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সবীনয় চাকম সাংগঠনিক সম্পাদক, ইউপিডিএফ (গনতান্ত্রিক) রাঙ্গামাটি জেলার ইন্দ্রমনি কার্বারী, পঞ্চ কার্বারী, হিরণ কান্তি কার্বারী ও সংগঠনের গুইমারা সমন্বয়ক নবীন চাকমা, গুইমারা শাখার সহকারী সমন্বয়ক সাগর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply