মোরেলগঞ্জে বাঘের আক্রমনে যুবক মাছ শিকারী আহত

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমনে অনুকুল গাইন (৩৫) নামে এক মাছ শিকারি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে পূর্ব সুন্দরবনের সুধীরের সিলা এলাকায় মাছ শিকার করতে গিয়ে সে বাঘের কবলে পড়ে বলে আহত অনুকুল জানিয়েছেন।

একই গ্রামের বারেক শেখের ছেলে মাহবুব শেখ(৩৫) এসময় তার সাথে ছিলো। মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।
এবিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ খবর নিচ্ছি। ##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *