January 15, 2025, 9:59 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিজমা বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ছেলেদের হাতে আহত সাইদুর রহমান সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ২৩ জানুয়ারি কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাইদুর রহমান সিদ্দিকী কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামের মশিউর রহমান সিদ্দিকীর ছেলে।
নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী জানান, কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামের নিহত সাইদুর রহমান সিদ্দিকীর সাথে বাড়ির জমি নিয়ে ছোট ভাই মৃত জাহিদুর রহমান সিদ্দীকীর স্ত্রী বতুল সিদ্দিকীর সাথে বিরোধ ছিলো।
এ বিরোধের জের ধরে গত ২৩ জানুয়ারি বতুলের সাথে সাইদুরের ঝগড়াঝাটি হয়। এর এক পয্যায়ে বতুলের দুই ছেলে আনিস সিদ্দীকী ও মফিজ সিদ্দীকী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিন রাতেই তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে পুনরায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৩ জানুয়ারি কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ মফিজ সিদ্দীকীকে গ্রেফতার করে।
কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান সিদ্দিকী মারা যান। এ ঘটনায় একটি মামলা দায়ের হলে একজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #