January 15, 2025, 4:15 am
মোঃ বাবলু হোসেন পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধ করার দাবি উঠেছে। ফুটপাতে খাবার বিক্রি করে একদিকে যেমন জনস্বাস্থ্য হুমকিতে পড়েছে, অন্যদিকে প্রায় ২ শতাধিক হোটেল শ্রমিকের জীবিকাও হুমকির মুখে পড়েছে। ফুটপাতে খাবার বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দেবীগঞ্জ হোটেল মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
দেবীগঞ্জ বিজয় চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি বিপ্লব কুমার সাহা, হোটেল মালিক নৃপেন চন্দ্র বর্মন, দেবীগঞ্জ হোটেল শ্রমিক নেতা লুৎফর রহমান ও ইউসুফ শেখ প্রমুখ।
মানববন্ধনে দেবীগঞ্জের প্রায় দুই শতাধিক হোটেল শ্রমিক ও হোটেল মালিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।