January 15, 2025, 8:34 am
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শ্রী শ্রী সার্বজনীন স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী বানী অর্চনা উপলক্ষে দিনভর ছিলো নানা আয়োজন। এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় পানছড়ি বাজার দেবালয় মন্দিরে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন কমিটির উদ্যোগে সারাদিন ব্যাপি নানা আয়োজন শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সব অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বাজার দেবালয় মন্দিরে স্বরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দে ও সাধারণ সম্পাদক দীপ্তসহ কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগে সারাদিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠান ও সন্ধ্যা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই সময় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতনীবৃন্দ।