সাঁওতাল পাড়ায় শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শ্রী শ্রী সার্বজনীন স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী বানী অর্চনা উপলক্ষে দিনভর ছিলো নানা আয়োজন। এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাঁওতাল পাড়া শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারী সেবা আশ্রমে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন কমিটির উদ্যোগে সারাদিন ব্যাপি নানা আয়োজন শেষে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সব অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ৩নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজির হোসেন।এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত দেব সনাতনী নেতৃবৃন্দ মানিক সাঁওতাল, খোকন সাঁওতাল,হিরণ দাশ, ফাল্গুনী সাঁওতালসহ,সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরণ এর পূর্বে প্রধান অতিথি নাজির হোসেন আগামী শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমীতে কনসার্ট এর সকল খরচ দেওয়ার ঘোষণা দেন।এবং সকলকে স্বরস্বতী পূজার শুভেচ্ছা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *