বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল পূর্বপাড়ায় অবস্থিত একটা ২য় তলা বাড়ির একটি রুমের দরজা খোলা অবস্থায় এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩ইং বিকেল ৫টার দিকে আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্বপাড়া মোঃ লাবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহমান (৫০) এর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছেন পুলিশ। স্থানীয়রা জানায়, ঘটনাস্থল বাড়িটিতে ভিকটিম একা থাকতেন, বুধবার রাতে বাসায় একা ছিলেন, ওইদিন ভিকটিমের বড় ছেলে গাজীপুর থেকে বাবার সাথে মোবাইল ফোনে কথাও বলেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভিকটিমের ভাড়া বাসার রুমের দরজা খোলা দেখে লোকজন তার রুমের সামনে গিয়ে দেখতে পায় ঝুলন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি, এরপর উপস্থিত লোকজন আশুলিয়া থানা পুলিশকে খবর দেন, এরপর লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
উক্ত বিষয়ে ভিকটিমের (২য়) মেজো ছেলে মোঃ সুমন মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা তিন ভাই, বড় ভাই গাজীপুর মাষ্টার বাড়ি থাকেন, আমি ও ছোট ভাই ভাদাইল এলাকায় থাকি, আমাদের মা মোছাঃ জোসনা বেগম (৪২) ১০-১১ বছর আগে আমাদের ছেড়ে বিদেশে গিয়েছেন, সেখানে বিয়ে করে নতুন সংসার করেছেন। আমার বাবার দেখাশোনার লোকজন না থাকায় তিনি একাই ভাড়া বাসায় থাকতেন, সকালে একজন ব্যক্তি আমাকে খবর দেন যে, আমার বাবা ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন কিন্তু ঘরের দরজা খোলা রয়েছে। এরপর আমি এসে বাবার ঝুলন্ত লাশ দেখে অনেক কষ্ট পেয়েছি, আমার বাবা হয়তো আমার মা ও আমাদের উপর অভিমান করে আত্মহত্যা করেছেন।
আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়ার মোঃ লাবু মিয়ার কাছে তার বাড়ির ভাড়াটিয়া ভিকটিম আব্দুর রহমানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বাড়ি গোপালগঞ্জ আমি শেখ উজ্জল এর মামা, এই বাড়ির মালিক ঢাকা থাকেন, আমি এই বাড়ির মালিক না। এরপর পুলিশ ঘটনাস্থলে আসার পর জানা গেছে, উক্ত বাড়ির মালিক এই লাবু মিয়া। তিনি তথ্য গোপন করেছেন কেন জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান। উক্ত বাড়ির সাবেক মালিক ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, তিনি বিক্রি করেন শেখ উজ্জল এর কাছে, এরপর লাবুসহ দুইজন উক্ত বাড়িটি কিনেছেন বলে স্থানীয়রা জানান। অনেকেই বলেন, নিহত ভিকটিম আব্দুর রহমান খুব ভালো মানুষ ছিলেন। তার ভাড়া ঘরের দরজা খোলা এর কারণে পুলিশসহ অনেকেরই সন্দেহ আব্দুর রহমানকে ফাঁসি দিয়ে হত্যা করে খুনিরা তাকে ঝুলন্ত অবস্থায় রেখে পালিয়ে গেছে।
ঢাকা জেলার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন এর কাছে নিহত ভিকটিম আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের রুমের দরজা খোলা রয়েছে, তাই বিষয়টি রহস্যজনক, লাশ ময়নাতদন্ত করার পর ভিকটিমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।
আশুলিয়ার ভাদাইলে ঘরের দরজা খোলা-এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ

Leave a Reply