দিনাজপুরে ৫০টি সেলাই মেশিন ও ১০টি ল্যাপটপ বিতরন

দিনাজপুর প্রাতনিধি ঃ তথ্য প্রযুক্তি ও হস্তশিল্পে নারীদের স্বাবলম্বী গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বৃহত্তর দিনাজপুরের মহিলা সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই অসহায়, দরিদ্র নারী ও বিভিন্ন নারী সংগঠনকে ৫০টি সেলাই মেশিন ও ১০টি ল্যাপটপ অনুদান প্রদান করেন।
২৩ জুলাই শনিবার দিনাজপুর শহরের নিজস্ব অফিস কার্যালয়ে এ অনুদান বিতরন অনুষ্ঠানে এমপি জুঁই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে নারীদের গুরুত্ব দেয়ায় নারীরা আজ বিভিণœ সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করছে এবং বিভিন্ন নারী সংগঠনে যুক্ত হয়ে হস্তশিল্প, কারুশিল্প, তথ্য প্রযুক্তি সহ নানা কর্মকান্ডে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। নারীরা আজ স্বাবলম্বী হয়েছে।
এ সময় হরিহরপুর মহিলা ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সহিদা খাতুন বলেন, দীর্ঘদিন পর আজ আমার স্বপ্ন পুরন হয়েছে। আমার এই সংগঠন থেকেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহিলাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
দিনাজপুর প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *