January 2, 2025, 9:46 pm
দিনাজপুর প্রতিনিধি ঃ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি জামাতের আমলে একদিন বিদ্যূত গেলে ৩/৪ দিনেও বিদ্যুত ফিরে আসতো না। বিদ্যূতের খাম্বা তারেক জিয়া লুটে পুটে খেয়েছে। রাজনীতিতে তারা এখন দেউলিয়ায় পরিনত হয়েছে।
তিনি আরো বলেন, রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের কারনেই জ্বালানীর মজুদের অপ্রতুল্য হওয়ায় বিদূত্যেও সাময়িক সমস্যা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে সমগ্র পৃথিবী ঝুকির মধ্যে আছে। এই যুদ্ধ থামাতে আমেরিকাকেই এগিয়ে আসতে হবে।
২৩ জুলাই শনিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জগতপুর এলাকায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাস্তবায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত বিরল-২, ৩৩/১১ কেভি, ২০/২৮ এমভি ইনডোর উপকেন্দ্রের শুভ উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলি বলেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম, পিপি, সাংগঠনিক সম্পাদক বিভুতি ভুষন সরকার, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আজম প্রমুখ।