January 15, 2025, 11:24 am
সুজানগর(পাবনা)প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার দুলাই আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার অসহায় শীতার্ত মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ওসি আব্দুল হান্নান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।