January 15, 2025, 11:43 am
পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে মিলন মিয়া (২২)নামে এক গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার বসুগাঁও ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া স্থানীয় প্রাইম সুইটার পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা গ্রামের বাসিন্দা। অন্যজন মেয়ে তার ঠিকানা নিউজ লেখা পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়রা জানান নিহত দুজন রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ পিছন দিক থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক ট্রেন আসলে দিশেহারা হয়ে যান তারা পরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী ট্রেনে কাটা পড়েন দুজন। বসুগাঁও ক্লাব এর বিপরীত পাশে রেল লাইনের উপর। ট্রেনের নাম কিশোরগঞ্জ এক্সপ্রেস। ঢাকা থেকে কিশোরগঞ্জ গামী। ভিকটিম দুজন। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।