August 31, 2025, 6:50 am
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) ৯ঘটিকার সময় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন বিসিফ পল্লী উন্নয়ন সোসাইটি নামে এক ভূয়া এনজিও গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারীর মূলহোতা ম্যানেজার সহ ৬জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জাহানাবাদ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রায়হান উদ্দিন (৩০), নাচোল
থানার খলশি গ্রামের জাকারিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (৩৭), গাছপুকুর গ্রামের কুদ্দুসের ছেলে আতিকুর রহমান (২৫), মুরাদপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩১), মাধবপুর গ্রামের আব্দুল হাকিফের ছেলে শাহ আলম (২৪), খেসবা গ্রামের মতিউর রহমানের ছেলে রেজাউল করিম (২৪)।
রাজশাহীর একটি চৌকস অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার নাচোল পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোম জনৈক মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে , ৫০০ পিচ ভূয়া পাশ বই ১০টি ভূয়া সীল ১৪ টি রেজিষ্টা চেক/লোন ২০০ টি ব্যাংক চেক ৪ টি আইডি কার্ড ৭ টি মোবাইল ফোন এবং, ১০ টি সীমকার্ড জব্দ করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে বিসিফ নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে।
উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্যাংক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।